নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ ডিসেম্বর৷৷ বৌভাতের প্রীতিভোজ খেয়ে আর বাড়ি ফেরা হলোনা ৪৫ বছর বয়সি মহিলার৷মাঝ রাস্তায় মৃত্যুদূত এল৷দুর্ঘটনা একেবারেই হাসপাতালের সামনেই৷মারুতি অল্টো গাড়ির ধাক্কায় মৃত মহিলা৷মৃতার নাম ফুলু গোস্বামী (৪৫)৷চালক ফরিদ উদ্দিন গ্রেপ্তার ও অভিশপ্ত অল্টো গাড়িটি পুলিশের হেফাজতে৷ গোটা কদমতলা জুড়ে তীব্র চাঞ্চল্য৷
ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ফুলু গোস্বামী স্বামী বিদ্যানন্দ গোস্বামী পার্শবর্তী ঠেকনি এলাকায় বৌভাতের প্রীতিভোজ খেয়ে বাড়ি ফেরার পথে টট্ট০৫ঙ্খ/০৭২২ নাম্বারের অল্টো গাড়িটি ফুলু গোস্বামীকে সজোরে ধাক্কা মারে৷ ফুলু গোস্বামী নামের মহিলা ও উনার আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়ি থেকে গাড়ি করে কদমতলা গ্রামীণ হাসপাতালের সামনে নামেন৷ ঠিক তখনই অভিশপ্ত সাদা রঙের অল্টো গাড়িটির চালক ব্যাক গিয়ার করার সময় মহিলাকে ধাক্কা মারে৷
ফুলু গোস্বামীকে গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালের সামনের ফুলবাগানের দেওয়ালে চাপা দিয়ে দেয়৷গাড়ি ও ফুলবাগানের পাকা দেওয়ালের চাপায় মাঝখানে থাকা ফুলু গোস্বামী অচেতন হয়ে লুটিয়ে পড়েন৷অলটো গাড়ির চাপায় ফুলবাগানের দেওয়ালটিও ভেঙে যায়৷সাথে সাথে কদমতলা হাসপাতালের চিকিৎসকরা মহিলার অবস্থা বেগতিক দেখে তড়িগড়ি ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷জেলা হাসপাতালে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর ভাবে আহত ফুলু গোস্বামীকে মৃত বলে ঘোষণা করেন৷কদমতলা থানার পুলিশ গাড়ি চালক ফরিদ উদ্দিনকে পিতা-মৃত ময়না মিয়াকে গ্রেপ্তার করেছে৷ধৃত চালকের বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ অভিশপ্ত গাড়িটিকে তাদের হেফাজতে নিয়ে অভিযোগ মূলে একটি মামলা রুজু করেছে৷
এদিকে স্থানীয় জনগণ জানান, অলটো গাড়ির চালক গাড়িটিকে খুব দ্রুত গতিতে ব্যাক গিয়ারে নিয়ে এসে সজোরে ফুলু গোস্বামীকে ধাক্কা দিয়ে বাগানের পাকা ওয়ালের সাথে চেপে ধরে৷ আর তাতে পাকার ওয়ালটাও ফেটে চুরমার হয়ে যায়৷পাকা ওয়াল ও গাড়ির মধ্যে থাকা ওই মহিলা ঘটনাস্থলেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন৷
অপরদিকে কদমতলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুমালি নাথ জানান,ওই মহিলার পেঠ ও মাথায় প্রচন্ডভাবে আঘাতের কারণে মৃত্যু হয়েছে৷
পাশাপাশি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উনারা অভিযোগ মুলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন৷ পাশাপাশি গাড়িটি আটক করে চালক ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷