লখনউ, ১৭ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ| দেশের বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ| ভবিষ্যতে নেতিবাচক পরিণতি হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে, তাই নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের| নতুন নাগরিকত্ব আইনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মঙ্গলবার এমনই জানিয়েছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী| মায়াবতী জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে এই অসাংবিধানিক আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি| অন্যথায় ভবিষ্যতে নেতিবাচক পরিণতি হতে পারে| কংগ্রেস ঠিক আগে যেমনটা করেছিল, কংগ্রেসের মতো জরুরি অবস্থা তৈরি করা উচিত নয় কেন্দ্রীয় সরকারের|’
সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করতে পারে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সংসদীয় পার্টি| মায়াবাতী জানিয়েছেন, ‘বিএসপি-র সংসদীয় পার্টি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছে| সংশোধিত নাগরিকত্ব আইন এবং মহিলাদের প্রতি অপরাধের বিরুদ্ধে উত্তর প্রদেশ বিধানসভাতেও আমরা সরব হব|’