নিহত মন্ত্রী লাল কাইপেং এর বাড়িতে গেলেন বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ দুষৃকতিদের হাতে খুন হওয়া মৃত মন্ত্রী লাল কাইপেং এর বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে৷ তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়ার কারলেং পাড়ার বাসিন্দা মন্ত্রী লাল কাইপেং গত ১১ ডিসেম্বর বাড়ি থেকে বের হয় কোনো কাজের আছিলায় বড়মুড়া যাওয়ার জন্য৷

বড়মুড়া যাওয়ার পথে দুষৃকতিরা মন্ত্রী লাল কাইপেং কে খুন করে বলে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান সোমবার৷ মৃত মন্ত্রী লাল কাইপেং-এর পরিবারের স্ত্রী, পুত্র ও কন্যাদের সমবেদনা জানান৷ এর পাশাপাশি মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মৃতা মন্ত্রীলাল কাইপেং এর পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন৷ তবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারেই এই অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী মেবার৷

তবে সোমবার মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটি দলের নেতৃত্বদের মধ্যে ছিলেন যুব সংগঠনের জেনারেল সেক্রেটারী শুক্লাচরণ নোয়াতিয়া, অম্পিনগর এলাকার বিধায়ক সিন্ধু জমাতিয়া সহ অন্যান্যরা৷