দ্রুত স্বাভাবিক হচ্ছে অসম, দাবি কেন্দ্রীয়মন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : অসমের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিং।

নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) বিরোধিতা করে অসম সহ গোটা উত্তরপূর্ব রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। পরিস্থিতি মোকাবিলা করার জন্য নামানো হয়েছিল সেনাবাহিনী। সোমবার কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগের তুলনায় অসমের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। প্রথম দুইদিন কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটেছিল। কিন্তু সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী ১২ ঘন্টার জন্য কার্ফু তুলে দেওয়া পর দেখা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

দেশের বিভিন্ন জায়গায় হিংসাত্মক পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করে জিতেন্দ্র সিং জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হিংসাত্মক পরিস্থিতি আরও উস্কে দিয়েছে কংগ্রেস। বিভ্রান্ত দূর হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। বিজেপি কর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজে ইতিমধ্যেই লেগে পড়েছে।
এদিন অসম পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে, তা মেনে নিয়েছে রাজ্য পুলিশ। এদিন অসম পুলিশের তরফে জানানো হয়েছে যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। আইনশৃঙ্খলার প্রতি দায়বদ্ধতাকে দেখানোর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছে পুলিশ। রাজ্যের প্রধান শহর গুয়াহাটিতে সকালের কার্ফু ১৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে প্রত্যাহার করে নেওয়া হলেও রাতে যথারীতি কার্ফু জারি থাকবে।