শিক্ষার সাথে কর্মসংস্থান, রাজ্যে উচ্চশিক্ষায় সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজ্যের যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টির উপর রাজ্য সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে৷ আজ প্রজ্ঞাভবনে আয়োজিত ইণ্ডাষ্ট্রি একাডেমিয়া কনক্লেভ ত্রিপুরার আনুষ্ঠানিক সূচনা করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এ-কথা বলেন৷ শিল্প ও শিক্ষা ক্ষেত্রের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম তৈরী করার পাশাপাশি শিল্প ক্ষেত্রে আরো বেশী কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টির জন্য যে সমস্ত দক্ষতার প্রয়োজন তা নির্বাচন করতেই এই কনক্লেভ আয়োজনের মূল উদ্দেশ্য৷


এদিন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাবার চার দশক পরেও আমাদের রাজ্য এখনও বিভিন্ন ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াতে পারেনি৷ এখনো রাজ্যকে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হচ্ছে৷ তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হবার পর এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে৷ তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবার পর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে৷ এতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হচ্ছে৷ তাঁর বক্তব্য, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আরও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে যাতে করে শিক্ষার সাথে কর্মসংস্থানকে যুক্ত করে তোলা যায়৷ সেদিক দিয়ে এ ধরনের কনক্লেভ খুবই সময়োপযোগী ও প্রয়োজনীয়, প্রশংসা করে বলেন তিনি৷


রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (ত্রিপুরা ষ্টেট প্রজেক্ট) উচ্চ শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা ইনষ্টিটিউট অব টেকনোলজি (টিই’রআইপিথি প্রজেক্ট)এর যৌথ উদ্যোগে এবং শিল্প ও বাণিজ্য দপ্তর, ফিকি ও স্কিল ডাইরেক্টরেট এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আই টি দপ্তরের সচিব শশী রঞ্জন কুমার, শিক্ষা দপ্তরের সচিব সৌম্য গুপ্তা, স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর অরুনোদয় সাহা, ওএনজিসি ত্রিপুরা এসেট ম্যানেজার ও পি সি, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজ ওয়াহিদ, এন আই টি এর অধিকর্তা প্রফেসর হরিশ কুমার শর্মা, এম বি বি ইউনিভার্সিটি’র ভিসি সত্যদেও পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন৷


অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণ শিল্প ও শিক্ষা ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন৷ উদ্বোধনী পর্বের পর শুরু হয় টেকনিক্যাল সেশন, প্যারালাল সেশন ও প্যানেল ডিসকাশন৷ এতে শিল্প, শিল্প ও প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ধীরেন্দ্র দেববর্মা৷