বিতর্কিত মন্তব্য, ছুটিতে তথাগত, মেঘালয়ের অতিরিক্ত দায়িত্ব নাগাল্যান্ডের রাজ্যপালকে

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিতর্ক ছাড়তেই চান না রাজ্যপাল তথাগত রায়। এমনই, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে মেঘালয়বাসীর রোষানলে পড়েছেন তিনি। তাই, লম্বা ছুটিতে যাওয়াই সঠিক বলে মনে করেছেন মেঘালয়ের রাজ্যপাল। এজন্য নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবিকে মেঘালয়লের অতিরিক্ত দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন থেকে রাজ্যপাল হিসেবে নাগাল্যান্ডের পাশাপাশি মেঘালয়েরও সাংবিধানিক প্রধানের দায়িত্বভার পালন করবেন তিনি। সোমবার রাষ্ট্রপতির সচিবালয় তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ছুটিতে থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করে উত্তাল হয়ে ওঠে মেঘালয়। এমন পরিস্থিতিতে তথাগত রায়ের একটি টুইট নিয়ে বিতর্ক ছড়ায়। রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি নিয়ে নালিশও করা হয়। শুক্রবার রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ইনার লাইন পার্মিট নিয়ে দুই তরফে মধ্যে আলোচনা হয়।