নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজধানী এক্সপ্রেস আজ আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ কিন্তু দূরপাল্লার অন্য ট্রেন বাতিল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ মূলত, অসমের অশান্ত পরিবেশ এবং পশ্চিমবঙ্গে ভালুকা রোড স্টেশনে ভাংচুরের ঘটনায় ট্রেন বাতিল করা হচ্ছে বলে দাবি পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের৷

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বনধের জেরে ত্রিপুরায় গত ৯ ডিসেম্বর থেকে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পরে৷ ত্রিপুরা স্বাভাবিক হয়ে গেলেও এখন অসম অশান্ত হয়ে রয়েছে৷ ফলে, একের পর এক ট্রেন বাতিল করছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷
আজ অসমে দূরপাল্লার এবং লোকাল মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল হয়েছে৷ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না রেলওয়ে আধিকারিকরা৷ ১৭ ডিসেম্বর আগরতলা থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করেছে সীমান্ত রেলওয়ে৷ তেমনি আগামীকাল আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেসও বাতিল হয়েছে৷ পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ২১ ডিসেম্বর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট- আগরতলা হামসফর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে৷
আগরতলা স্টেশন ম্যানেজার মুন্না যাদব জানিয়েছেন, আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস আজ নির্দিষ্ট সময়ে রওয়ানা দিয়েছে৷ রেল সূত্রে খবর, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গে ভালুকা রোড স্টেশনে ভাংচুর হয়েছে৷ ওই স্টেশনটি পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের অধীনে পরে৷ ফলে, কলকাতাগামী ট্রেন সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে৷ আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস ওই স্টেশন ছুঁয়ে যায় না৷ তাই, ওই ট্রেন বাতিল করা হয় নি৷

