সাফাই কর্মীদের খোঁজ নিতে রাজ্যে এলেন জাতীয় কমিশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সাফাই কর্মচারিরা সাফাই করে বলেই আমরা সুুস্থ থাকি৷ কিন্তু সাফাই কর্মচারিদেরও বিভিন্ন সমস্যা রয়েছে, দাবিদাওয়া রয়েছে৷ তাদের বিষয়ে খোঁজ খবর নিতে সাফাই কর্মচারিদের জাতীয় কমিশন আজ রাজ্য সফরে এসেছে৷ আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সাফাই কর্মচারিদের জাতীয় কমিশনের চেয়ারম্যান মনহার ভালজিভাই জালা৷


তিনি জানান, আজ আগরতলায় এসে কমিশন সাফাই কর্মচারি, কর্মচারি কল্যাণ এসোসিয়েশন, ইউনিয়ন, বিভিন্ন নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগমের সঙ্গে বৈঠক করেন৷ আগরতলা উন্মক্ত স্থানে শৌচমুক্ত শহর হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের প্রভাব আগরতলায়ও পড়েছে৷ পর্যালোচনায় দেখা গেছে আগরতলা পুর নিগম এলাকায় ৭০ হাজার শৌচালয় তৈরী করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর স্বপ দেশের প্রত্যেক পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করা৷ আগরতলায় এক হাজার সাফাই কর্মচারি পরিবারের জন্য ঘর তৈরী করা হচ্ছে৷ এর পাশাপাশি সব সাফাই কর্মচারির জন্য বীমা করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার কথাও বলেন তিনি৷


চেয়ারম্যান জানান, সাফাই কর্মচারিদের অধিকারের বিষয়ে সচেতন করতে কাল সকালে আগরতলা টাউন হলে সচেতনতা শিবির করা হবে৷ অনুষ্ঠান শুরু হবে সকালে টাউন হল প্রাঙ্গণে সাফাই অভিযানের মধ্য দিয়ে৷ তিনি জানান, সারা রাজ্যের সাফাই কর্মচারিদের বিষয়ে আলোচনা করতে আগামীকাল রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা করা হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক সন্দীপ এন মাহাত্নে, পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব প্রমুখ উপস্থিত ছিলেন৷