BRAKING NEWS

রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ কমেছে ১০ শতাংশ, সাজার হার বেড়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ সুশাসন নির্ভর করে সুষ্ঠ আইন-শৃঙ্খলা বজায় থাকার উপর৷ একটা দেশ বা রাজ্যের আইন-শৃঙ্খলা কেমন তা বোঝা যায় অপরাধীদের সাজা প্রাপ্তির হার দেখে৷ রাজ্যে বর্তমান সরকারের সময়ে অপরাধীদের সাজা প্রাপ্তির হার বৃদ্ধি পেয়েছে৷ আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকীভবনে আইনজীবীদের এক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, আগে রাজ্যে অপরাধীদের সাজা প্রাপ্তির হার ছিল প্রায় ২৯ শতাংশ৷ বর্তমানে অপরাধীদের সাজাপ্রাপ্তির হার প্রায় ৪৭শতাংশ৷ এই পরিসংখ্যানই রাজ্যে সুশাসন সুব্যবস্থার প্রমাণ করছে৷


আইনজীবিদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলা নির্যাতনের হারও ১০ শতাংশ হ্রাস পেয়েছে৷ এনডিপিএস মামলাগুলি কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে৷ সরকার চাইছে ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ার মধ্যদিয়ে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে৷ এজন্য যে যে জায়গায় যে দায়িত্বে রয়েছে তা পারদর্শিতার সাথে পালন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের পর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা৷ অর্থনীতি, কৃষি, গণবন্টন, যোগাযোগ, পরিকাঠামো সর্বক্ষেত্রেই পরিবর্তন আসছে৷ ব্যাঙ্কের সি ডি রেশিও বেড়ে হয়েছে ৫৬ শতাংশ৷ রাজস্ব সংগ্রহ ৮.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷ মাধাপিছু আয়ও বেড়েছে আগের থেকে৷ রেগায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ গণবন্টন ব্যবস্থায় ই পিডিএস চালু করা হয়েছে৷ এই ক্ষেত্রে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা৷


মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুমে গড়ে উঠছে স্পেশাল ইকোনমিক জোন৷ ফেনী নদীর উপর সেতু তৈরির কাজ শেষ হওয়ার পর খুলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর৷ আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজও শুরু হয়েছে৷ সবদিক মিলিয়ে উন্নয়নের নতুন গতিতে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা৷ সম্মেলনে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর গত ২০ মাসে রাজ্য সরকার জনকল্যাণে ২৯৭টি সিদ্ধন্ত গ্রহণ করে ও তারমধ্যে অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে৷ আইনি পরিষেবার সম্প্রসারণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তার মধ্যে অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে৷ আইনি পরিষেবার সম্প্রসারণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন৷


আইনমন্ত্রী বলেন, সোনামুড়া, খোয়াই এবং আমবাসায় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট চালু করা হয়েছে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর৷ আগরতলায় ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জজ কোর্টের নতুন পাকাভবন চালু করা হয়েছে৷ কোর্ট কেইস মেন্টেনেন্স সিস্টেম অনলাইনে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন স্তরের জুডিশিয়াল আধিকারিক নিয়োগ করা হয়েছে৷ তিনি বলেন, আইনজীবীদের সামাজিক ক্ষেত্রে দায়বদ্ধ হতে হবে৷ এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক৷ উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবি বিশ্বজিৎ দেব, আইনজীবি প্রদ্যুৎ কুমার ধর, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবি ও অন্যান্যরা৷ সম্মেলনে উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *