জাতীয় লোক আদালতে ৭৮৫টি মামলার নিষ্পত্তি, আদায় ১,৫০,৯২,৯১০ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাজ্যে জাতীয় লোক আদালতে ৭৮৫টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ তাতে ১ কোটি ৫০ লক্ষ ৯২ হাজার ৯১০ টাকা মীমাংসা বাবদ আদায় হয়েছে৷ আজ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছিল৷ সারা রাজ্যে মোট ৫০টি লোক আদালত স্থাপন করা হয়েছিল৷ তাতে মোট ৫১২৫টি মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছিল৷


লোক আদালত সম্পর্কে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, সারা দেশেই আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে৷ ব্যাঙ্ক ঋণ, বিএসএনএল বিল বকেয়া আদায় সহ বৈবাহিক বিরোধ, মোটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, আপোষযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ এবং দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালতে তোলা হবে৷ তিনি বলেন, লোক আদালতের মাধ্যমে বিচারপ্রার্থী ন্যায্য বিচার পাবেন৷


ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্টে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ১৭টি আবেদনের শুনানির জন্য তোলা হয়েছিল৷ এছাড়া অন্যান্য আদালতে ব্যাংক ঋণ পরিশাধ সংক্রান্ত ১,৮৩১টি মামলা, বিএসএনএল-এর বিল পরিশোধ সংক্রান্ত বিরোধ ২,৮০০টি, এমএসিটি মামলা ১৬৬টি (হাইকোর্ট ছাড়া), আপসযোগ্য বিরোধে ১০৯টি মামলা, বৈবাহিক বিরোধের ১৩৩টি মামলা, এনআই অ্যাক্টের ৪৩টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ৫-টি মামলা, অন্যান্য আপসযোগ্য দেওয়ানি মামলা ২১টি শুনানির তোলা হয়েছে৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ ৪,৬৪১টি৷ এছাড়া আদালতে জমে থাকা ৪৮৪টি মামলা লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হয়েছে৷


তিনি জানান, ইতিমধ্যে মামলার বাদী-বিবাদী উভয় পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল৷ আদালতগুলিতে মামলার উভয় পক্ষকে সহযোগিতা করতে আধা আইনি স্বেচ্ছাসেবকরা পিএলভি ছিলেন৷