BRAKING NEWS

সাধারণ নির্বাচনে হার লেবার পার্টির, দায়িত্ব থেকে সরে যাচ্ছেন জেরেমি

লণ্ডন, ১৩ ডিসেম্বর (হি.স.) : ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছেন। ৬৫০টি আসনের মধ্যে বিপুল ব্যবধানে হেরে বসেছে লেবার পার্টি। আর এ হতাশায় নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন প্রধান বিরোধী দলটির নেতা জেরেমি করবিন।

ব্রেক্সিট ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে জনসনের কনজারভেটিভ পার্টি। শুক্রবার এখনও ভোট গণনা চলছে । বহুল আলোচিত এ নির্বাচনের শেষ পাওয়া খবর অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ভোট গণনা শেষ হয়েছে । এখন পর্যন্ত ৩৬৪টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। অন্যদিকে, প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৮টি আসন এবং অন্য আরও তিনটি দল ৩৪টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২৬টি আসন। যা তারা অনায়াসেই পেয়ে গেছে | অন্যদিকে, গণনায় নিজের দলের শোচনীয় পরাজয়ের আভাস পেয়ে আর কোনও নির্বাচনের প্রচারে পার্টির নেতৃত্বে থাকবেন না তিনি । বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাতে পরাজয়ের আভাস পেয়ে করবিন বলেন, এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আমরা পেয়েছি, তা খুবই হতাশার। অবশ্য নিজের আসন নর্থ লন্ডনে জয় পেয়েছেন তিনি।

২০১৬ সালে ব্রেক্সিটকে সমর্থন জানিয়েছেন এমন এলাকাগুলো দ্য নর্থ, মিডল্যান্ডস ও ওয়েলসে আসন হারিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *