মুম্বই, ১১ ডিসেম্বর (হি.স.) : সিরিজের শেষ টি-২০ ম্যাচে রানের পাহাড় গড়ল বিরাটের টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং শুরু করে টিম ইন্ডিয়া। সিরিজ জিততে মরিয়া হয়ে প্রথম থেকে মারমুখি হয়ে ওঠে টিম ইন্ডিয়া ব্যাটসম্যানরা। এদিন বিরাট বাহিনী ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪০ রান তুলে চাপে রাখল পোলার্ডদের। বিশ্বকাপের পর ভারতের প্রথম সিরিজ ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বিরাটদের। প্রথম ম্যাচ হায়দরাবাদে দাপটের সঙ্গেই জিতে নিয়েছিল ভারত। সেখানে একাহাতেই ম্যাচকে টেনে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি।

সিরিজের প্রথম ২টি ম্যাচেই প্রতিপক্ষের বড় রানের টার্গেট টপকে জয় তুলে নিয়েছে পরে ব্যাট করা দল৷ নির্নায়ক ম্যাচে তাই ঠিক কত রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেওয়া নিরাপদ হবে, তা নিয়ে সংশয়ে ছিল টিম ইন্ডিয়া৷ এই অবস্থায় বিগ হিটার ক্যারিবিয়ানদের থেকে জয়ের লক্ষ্যমাত্রা আপাত নিরাপদ করতে স্কোর বোর্ডে যত বেশি সম্ভব রান তোলার টার্গেট নিয়েই মাঠে নামে ইন্ডিয়া৷ পরিকল্পনা মতো ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৪০ রান তোলে ভারত৷ অর্থাৎ ম্যাচ জিতে সিরিজের দখল নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে তুলতে হবে ২০ ওভারে ২৪১ রান৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সব থেকে বেশি ২২৯ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড৷

