
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : রোজগারের হার কমে যাওয়ার কোনও কারণ নেই বলে লোকসভা সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গ্যাঙ্গওয়ার।
সোমবার লোকসভায় রোজগারের হার কমে যাওয়া নিয়ে সরব হয় কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক বিরোধী দলগুলি। বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গ্যাঙ্গওয়ার জানিয়েছেন, রোজগারের হার কমে যাওয়ার কোনও কারণ নেই। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় গ্রামাঞ্চলের যুবকেরা অনেক বেশি উপকৃত হয়েছে।
উল্লেখ করা যেতে পারে এদিন সংসদের নিম্নকক্ষে বেকারত্বের হার বেড়ে যাওয়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ মণীষ তিওয়ারি|
তিনি জানিয়েছেন, বিগত ৪৫ বছরের মধ্যে বর্তমানে দেশে বেকারত্বের হার সর্বাধিক। বিষয়টি থেকে দায় ঝেড়ে ফেলতে পারে না কেন্দ্রীয় সরকার। ভিসিকের সাংসদ থিরুমাভালাম থোল জানিয়েছেন, শিক্ষা ঋণ নিয়ে যে সকল পড়ুয়ারা লেখাপড়া করে চাকরি পায়নি, সেই সকল পড়ুয়াদর ঋণ অবিলম্বে মকুব করে দেওয়া হবে। বেকারত্বই যে বর্তমানে দেশের সব থেকে বড় সমস্যা তাও মনে করিয়ে দেন তিনি। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে শিক্ষা ঋণ নিয়ে অনেক পড়ুয়া উপকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নোটবন্দির ফলে দেশের বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তাতে বেড়েছে বেকারত্বের হার।

