নওয়াজ শরীফকে লন্ডন থেকে আমেরিকায় স্থানান্তরের পরামর্শ চিকিৎসকদের

লন্ডন, ৯ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লন্ডন থেকে আমেরিকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা। নওয়াজ শরীফের চিকিৎসকদের এই পরামর্শের কথা উল্লেখ করে সোমবার তাঁর  মেয়ে তথা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব  এ কথা জানান।

মরিয়ম জানিয়েছে নওয়াজ শরীফের মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনকারী ধমনীর ৮৮ শতাংশ বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি বলেন, ‘চিকিৎসকরা তাকে আমেরিকায় বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘তবে চিকিৎসকদল এও জানিয়েছেন, লন্ডন থেকে নওয়াজ শরীফকে আমেরিকায় পাঠাতে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের। এছাড়া নওয়াজ শরীফের সর্বশেষ পিইটি স্ক্যানের আলোকে বায়োপসিও করা হবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।
মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, ‘উচ্চমাত্রার স্টেরয়েড দেয়া হলেও তার (নওয়াজ শরীফ) রক্তে প্লাটিলেটের পরিমান বাড়েনি। যার কারণে তার রক্তে ‘সুগারের’ পরিমাণ বৃদ্ধি করেছে। আর এরকম অবস্থায় তার সর্বোত্তম চিকিৎসার জন্য আমেরিকার বিশেষজ্ঞদের কাছে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, নওয়াজ শরীফ লন্ডনের হার্ভে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। গত ২০ নভেম্বর পিএমএল-এন নেতা ও তার ভাই শেহবাজ ভাই এবং ব্যক্তিগত চিকিৎসকসহ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয় নওয়াজ শরীফকে। তার চারদিন আগে লাহোর হাইকোর্ট বিদেশ গমনে নিষেধাজ্ঞার তালিকা থেকে নওয়াজের নাম বাদ দিতে সরকারকে নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *