এগিয়ে আসতে হবে প্রতিটি সরকারকে, বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অর্থাত্ অপরাধ সংক্রান্ত বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে| এ জন্য একত্রে উদ্যোগ নিতে হবে প্রতিটি সরকারকে| শুক্রবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| তেলেঙ্গানায় গণধর্ষণ-খুন কান্ডে অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘হায়দরাবাদ হোক অথবা উন্নাও, ধর্ষণের ঘটনা দেরিতে প্রকাশ্যে এসেছে, ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে| তাই এনকাউন্টারে খুশি হয়েছেন মানুষজন|’ কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘চিন্তিত হওয়ার মতো বিষয় হল এই যে, বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাস উধাও হয়ে গিয়েছে| প্রতিটি সরকারকে একত্রে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে শক্তিশালী করতে হবে|’

শুক্রবার ভোররাতে কড়া প্রহরায় শাদনগরের চাতানপল্লিতে, ক্রাইট-স্পটে নিয়ে যাওয়া হয়েছিল গণধর্ষণ ও খুনে অভিযুক্ত ৪ জনকে| পুলিশের দাবি, ঘটনার পুননির্মাণের সময় ৪ জন অভিযুক্ত পালানোর চেষ্টা করে| পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে গুলিও চালায়| তখন আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় পুলিশ| এনকাউন্টারে খতম হয় ৪ জন অভিযুক্ত, যথাক্রমে-মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু| মহম্মদ আরিফ পেশায় ট্রাক চালক ছিল|

এনকাউন্টার প্রসঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেছেন, ‘যা হয়েছে, তা এই দেশের জন্য খুবই ভয়াণক| চাইলেই মানুষকে হত্যা করা যায় না| আইন নিজের হাতে নেওয়া যায় না, আদালত অভিযুক্তদের ফাঁসির সাজা দিত|’ আবার কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘বিস্তারিত জানার আগেই এনকাউন্টারের নিন্দা করা উচিত নয়|’