কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : বিয়ে হয়ে গেল ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়ার রশিদ মিথিলার। শুক্রবার রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিলেন দুই তারকা। এদিন দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটেই হয়েছিল বিয়ের আয়োজন। মিথিলার পরিবারের সঙ্গে হাজির ছিল তার মেয়ে আইরাও।
গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। টলিপাড়ায় কান পাতলেই ভেসে আসছিল ফিসফিস। এবার নাকি বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই টলি পরিচালক। অবশেষে অবসান হল সব জল্পনার। ৬ ডিসেম্বর শুক্রবারই রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিলেন দুই তারকা। সন্ধ্যায় হয়েছে বিয়ে । জানা গিয়েছে, সৃজিত-মিথিলার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানের আয়োজন একেবারেই ঘরোয়া। এদিন দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটেই হয়েছিল বিয়ের আয়োজন। এদিনের অনুষ্ঠানে মিথিলার পরিবারের সঙ্গে হাজির ছিল তার মেয়ে আইরাও।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করেছেন গায়ক অনুপম রায়। নস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছে তিনি লিখেছেন, “সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে। অভিনন্দন কমরেড।”
জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিরাট পার্টির আয়োজন করবেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে সেখানে হাজির থাকবেন টলিপাড়ার প্রায় সব তারকাই।