লখনউ, ৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছাড়পত্র পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)| আপাতত সংসদে পেশ হওয়ার অপেক্ষায় নাগরিকত্ব সংশোধনী বিল| কিন্তু, নাগরিকত্ব সংশোধনী বিলের বর্তমান গঠনের বিপক্ষে বহুজন সমাজ পার্টি (বিএসপি)| বৃহস্পতিবার বিএসপি সুপ্রিমো মায়াবতী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিভিন্ন দিকগুলি পুনর্বিবেচনা করা উচিত সরকারের এবং সংসদীয় কমিটিতে পাঠানো উচিত|

নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মবলম্বী মানুষ, যাঁরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এ দেশে শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে| ভিত্তিবর্ষ ধরা হয় ৩১ ডিসেম্বর, ২০১৪| অর্থাত্ ওই দিনের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন| কিন্তু, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা মুসলিমরা নাগরিকত্ব পাবেন না| নাগরিকত্ব সংশোধনী বিলের বর্তমান এই প্রস্তাবেরই বিপক্ষেই মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)| কেন্দ্রীয় সরকারের কাছে|

