নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেতেন যাঁরা, তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন৷ সাধারণ মানুষ একজনও অভাবের অভিযোগ করেননি৷ ধলাই জেলার ছামনুতে আয়োজিত জনতা দরবার শেষে এইভাবেই কাজ ও খাদ্যের অভাবের অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

তিনি বলেন, পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব আছে, এমন একটিও অভিযোগ মেলেনি৷ তাঁর দাবি, এমনিতেও এমন অভিযোগ আসার কথাও নয়৷ তিনি কটাক্ষের সুরে বলেন, যাঁরা কাজ ও খাদ্যের অভাবের কথা বলছেন, তাঁরা দীর্ঘ ২৫ বছর যাবৎ কেন্দ্রীয় বঞ্চনার ফিরিস্তি গেয়েছেন৷ কিন্তু, আমি একবারও বলছি না কেন্দ্র বঞ্চনা করছে৷ তাঁর দাবি, কেন্দ্রের কাছে যা চাইছি, ততটাই পাচ্ছি৷ তার জন্য কোনো আন্দোলন করতে হচ্ছে না, এমনকি ধর্ণাও দিতে হচ্ছে না৷ তাঁর আরো দাবি, আগেও ত্রিপুরা কেন্দ্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছে৷ তবুও কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে কার্যত শুধু পার্টি চালানোর জন্য বদনাম করা হয়েছে৷ মানুষকে তাঁরা বিভ্রান্ত করেছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পিছিয়ে পরা ছামনুতেও এমজিএন রেগার কাজ তিন গুন বেশি হয়েছে৷ সম্প্রতি ত্রিপুরায় রেগায় শ্রমদিবসের পরিমান ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি করেছে কেন্দ্র৷ তিনি কটাক্ষ করে বলেন, মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেয়েছেন যাঁরা, আজ গোটা ব্যবস্থা অনলাইন হবার ফলে তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন এবং গল্প বানাচ্ছেন৷ সাধারণ মানুষের কাছ থেকে এমন কোন অভিযোগ মিলেনি, দাবি করেন তিনি৷
এদিন তিনি জানান, মানুষ জনতার দরবারে জলের সমস্যা ও রাস্তার কথা বলেছেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘড় ও কালভার্টের দাবি তুলেছেন৷ স্ট্রিট লাইট,বাজার শেড ইত্যাদির দাবি তুলেছেন৷ কয়েকজন স্বাস্থ্যের কথা বলেছেন৷ এছাড়া বেশিরভাগই দামছড়া, করবুকের মত ছামনুতেও সার্বজনীন সমস্যার কথাই তুলে ধরেছেন৷ সবার কথা শুনে, অল্প সময়ের মধ্যেই সেগুলির সমাধান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, বলেন মুখ্যমন্ত্রী৷
এদিন জনতা দরবার চলাকালীন ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তা চাওয়া এক দিব্যাঙ্গকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করে একটি উদাহরণ স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী৷আজ জনতা দরবারে তাঁর সাথে দেখা করতে যাওয়া কর্ণ বিকাশ চাকমার সমস্যার কথা শুনে এই আশ্বাস দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময়ে শ্রী চাকমা দারিদ্রে্যর সমস্যা থেকে মুক্তি পেতে ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন৷ তখনই তাকে সরকারী চাকুরী দেওয়ার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি৷
প্রসঙ্গত, শনিবার ছামনুতে আয়োজিত মুখ্যমন্ত্রীর জনতা দরবার অনুষ্ঠানে এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ জানা গেছে, এদিন শারীরিক ভাবে সুস্থ ছিলেন না মুখ্যমন্ত্রী৷ তা সত্বেও সবার অভাব-অভিযোগের কথা শুনেছেন৷ পরে সবার কাছে গিয়েও কথা বলেছেন তিনি৷ ধন্যরাম কারবারী পাড়া হাই সুকল মাঠের পাশাপাশি আনাচে কানাচে বহু মানুষ এদিনের সাক্ষী থেকেছেন৷ তারা বলেছেন এই প্রথম কোন মুখ্যমন্ত্রী তাদের অভাব-অভিযোগের কথা শুনছেন৷ এদিন জনতা দরবারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, স্থানীয় বিধায়কগন সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগন৷

