শপথ নিলেন উদ্ধাব ঠাকরে

মুম্বই, ২৮ নভেম্বর (হি.স.) : প্রায় এক মাস ধরে চলতে থাকা মহারাষ্ট্রে সরকার গড়ার রাজনৈতিক টানাপোড়েনের যবনিকাপতন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে।
সেন্ট্রাল মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে রাজ্যপাল ভগতসিং কোশিয়ারি শপথবাক্য পাঠ উদ্ধব ঠাকরেকে। উল্লেখ করা যেতে পারে প্রয়াত বালসাহেব ঠাকরের পরিবারের তরফ থেকে এই প্রথম কোনও সদস্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এছাড়াও এদিন শপথ নেন শিবসেনার একনাথ শিন্ডে, সুভাষ দেশাই, এনসিপি নেতা জয়ন্ত পাটিল, ছগন ভুজওয়াল।

উল্লেখ করা যেতে পারে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়া নিয়ে বিবাদের জেরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে শিবসেনা। বছর ৫৯ উদ্ধব ঠাকরে হলেন শিবসেনার তিন  নম্বর নেতা যিনি মুখ্যমন্ত্রীর পদে বসলেন। এর আগে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন মনোহর যোশী, নারায়ণ রাণে।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কলন নাথ, এনসিপি প্রধান শরদ পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *