![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Sanjay-Raut.jpg)
মুম্বই, ২৭ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে তিন দলের মহাজোট দেশের রাজনৈতিক দিক বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বুধবার মুম্বইয়ে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, রাজ্যে গঠিত তিন দলের মহাজোট দেশের দিক বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শিবসেনা সরকার গঠনের অনুমতি না দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি(বিজেপি) একযোগে চেষ্টা করেছিল। এখন মহাবিকাশ আঘাড়ি গঠনের পর মিশন মুখ্যমন্ত্রী শেষ করে দিল্লির রাজনীতিতে ব্যস্ত রাখতে চলেছেন।
এদিন মুম্বইয়ে সঞ্জয় রাউত আরও বলেন, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যে পরিবর্তনের সূচনা হবে। এটি দেশের রাজনীতিতেও প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, ভোট গণনার পরে শিবসেনা রাজ্যে তাঁর মুখ্যমন্ত্রী করার দাবি করেছিল, কিন্তু বিজেপি সর্বদা শিবসেনার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। এরপরে তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শারদ পাওয়ারের সাথে সাক্ষাত করেন এবং রাজ্যের তিনটি দলের একটি প্রধান উন্নয়ন জোটে পরিণত করেছেন। সঞ্জয় রাউত জানান, বৃহস্পতিবার শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তিনি ৩ ডিসেম্বর তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। এর পরে রাজ্যে প্রতিটি শ্রেণির একটি সরকার প্রতিষ্ঠিত হবে।