নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও সংবিধান দিবস পালিত হয়েছে৷ ত্রিপুরা সচিবালয়ে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে কর্মচারীরা সংবিধানের শপথ নিয়েছেন৷ এছাড়া ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের বিভিন্ন স্থানে সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0357-1024x681.jpg)
ভারতের ‘সংবিধান দিবস’ উপলক্ষ্যে আজ রাজ্য সচিবালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়৷ অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার সচিবালয়ের ২ নম্বর কনফারেন্স হল-এ উপস্থিত সকলকে সংবিধানের ‘প্রস্তাবনা’র অংশটি পাঠ করান৷ শপথগ্রহণ পর্বে মহাকরণে কর্মরত আধিকারিক ও কর্মচারীগণও অংশ নেন৷ অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, বিভিন্ন দফতরের প্রধানসচিব, সচিব ও অন্যান্য আধিকারিকগণ সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠে অংশগ্রহণ করেন৷
এদিকে, সংবিধান দিবস উপলক্ষ্যে আজ ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনার বিষয় ছিল ‘সোস্যাল লিবার্টি, এ কনস্টিটিউশনাল ড্রিম ফুলফিল্ড?’ আলোচনাসভার উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি৷ তিনি আলোচনাচক্রের মূল বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন৷
এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান প্রদ্যোত ধর, ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিসয়েশনের সম্পাদক পারমিতা ধর৷ সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শংকরকুমার দেব৷ ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এই আলোচনাচক্রের আয়োজন করে৷
এছাড়া, ধলাই জেলার মানিকভাণ্ডারে ভারতের সংবিধান ও মৌলিক কর্তব্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
ভারতরত্ন ড় বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে ভারতের সংবিধান ও মৌলিক কর্তব্য বিষয়ক এক আলোচনাসভা আজ দুর্গাচৌমুহনি ব্লকের মানিকভাণ্ডার এসবি সুকলে অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় ভারতের সংবিধান প্রণয়নে ড় বিআর আম্বেদকরের ভূমিকা ও তার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, ব্লকের পঞ্চায়েত সম্প্রসারণ আধিকারিক অরজিত দেববর্মা ও সমাজসেবী শ্যামলকান্তি পাল৷
আলোচনা সভার আগে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে এরারপারে সংস্থাপিত ড় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে এসে সমবেত হয়৷ সেখানে আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ড় আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ ছাত্রছাত্রীদের তৈরি করা ছবি ও স্লোগান বিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে৷