প্রধানমন্ত্রী ছাড়া কারও এসপিজি নয়, লোকসভায় সংশোধনী বিল পেশ করলেন রেড্ডি

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী ছাড়া আর কারও এসপিজি নয়| সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হল এসপিজি (সংশোধনী) বিল, ২০১৯| সোমবার লোকসভায় এসপিজি (সংশোধনী) বিল, ২০১৯ পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি| এই বিল পাশ হলে প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ এসপিজি নিরাপত্তা পাবেন না| প্রাক্তন প্রধানমন্ত্রী বা তাঁর পরিবারের সদস্যরাও নন|

১৯৮১ সাল পর্যন্ত দিল্লি পুলিশের অধীনেই ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার ভার| পরে তৈরি হয় স্পেশ্যাল টাস্ক ফোর্স| ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার পরে স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট তৈরি হয়, পরে তা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-তে পরিণত হয়| প্রথমে এসপিজি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই ছিল| রাজীব গান্ধীর মৃত্যুর পর এসপিজি আইনে সংশোধন এনে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে এসপিজি নিরাপত্তায় আনা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *