কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীকে শো কজ করল নির্বাচন কমিশন

কালিয়াগঞ্জ, ২৫ নভেম্বর (হি.স): কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীকে শো কজ করল নির্বাচন কমিশন ।  ভোট কক্ষে সস্ত্রীক ভোট দেওয়ার অভিযোগে সোমবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকারকে শো কজ করলেন জেলা নির্বাচন আধিকারিক । তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে । পাশাপাশি ওই বুথ অর্থাৎ ৩৪/৮৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারকেও অপসারণ করেছে  নির্বাচন কমিশন ।

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে ভোট দেন । কমিশনের মিডিয়া মনিটরিং সেলেরও নজরে আসে বিষয়টি । জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয় ।

এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস । কালিয়াগঞ্জ বিধানসভার ৮৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস।
অবশ্য কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকারের বক্তব্য,  ‘আমি সবসময় স্ত্রীর সঙ্গেই থাকি । আমি ভোট দেওয়ার সময় আমার স্ত্রী পাশে ছিল । স্ত্রী ভোট দেওয়ার সময় আমি পাশে ছিলাম । আগামী দিনেও এভাবে ভোট দেব ।’‌

যদিও তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহরের সভাপতি কার্তিক চন্দ্র পাল অভিযোগ করেন, নিজের ভোট দেওয়ার পাশাপাশি স্ত্রীকে সাথে নিয়ে ভোটদান কক্ষে প্রবেশ করে স্ত্রীর ভোটও দিয়ে দেন কমল সরকার । এটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি । তিনি জানান, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে ।

কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ২৭০ বুথের কোনওটি থেকেই এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । এখানে ১৩১টি বুথে পাহারায় রয়েছে আধাসেনা । নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল কোনও অভিযোগ করেনি । একটি জায়গায় ইভিএম খারাপ থাকায় দু’‌ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয় । এতে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয় ভোটারদের মধ্যে ।
কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথে ভোটদান করবেন ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার । অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭০ টি বুথের জন্য ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । পাশাপাশি প্রতিটি বুথের বাইরে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ । বিধানসভার ৮০ শতাংশ বুথেই রয়েছে নজরদারি করার জন্য সিসিটিভি ক্যামেরা । আছে ওয়েব ক্যামেরাও । কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *