শিক্ষামূলক ভ্রমণে গিয়ে বনবিথি পার্কে মৌমাছির আক্রমণে আহত কুড়িজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ শিক্ষামূলক ভ্রমণে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে ২০ জন৷ খোয়াইয়ের বনবিথি পার্কে ওই ঘটনায় এলাকাজুড়ে দারুণ নাড়া পড়েছে৷


শনিবার খোয়াই গনকিস্থিত শ্রীকৃষ্ণ সুকলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা বনবীথি পার্কে শিক্ষামূলক ভ্রমণে যান৷ সেখানেই তারা মৌমাছির আক্রমণের শিকার হন৷ আহতদের মধ্যে ১২ জনকে খোয়াই জেলা হাসপাতাল এবং ২ জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


খোয়াইয়ে প্রমোদ ভ্রমণ ও শিক্ষামূলক ভ্রমণের অন্যতম স্থান বনবিথি পার্ক৷ সেখানে নৌকাবিহার-সহ ছেলেমেয়েদের খেলাধুলা ও মনোরঞ্জনের নানা ব্যবস্থাও রয়েছে৷ ছাত্রছাত্রীরা যখন বনবিধি পার্কে মনের উল্লাসে ঘুরে খেলে বেড়াচ্ছিল তখনই মৌমাছি আক্রমণ করে তাদের৷ মৌমাছির কামড়ে অনেকে পাশের জলাশয়েও ঝাঁপ দেয়৷ মৌমাছির আক্রমণের খবরে উদ্বিগ্ণ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও৷ মৌমাছির কামড়ে জখম ছাত্রছাত্রীদের প্রথমে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ ১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে দু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক৷ বাকি ১২ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাও সেখানে ছুটে যান৷ হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা সম্পর্কেও খোঁজ খবর নেন তাঁরা৷ খোয়াইয়ের জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী খবর পেয়ে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন৷ খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও জানান চিকিৎসকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *