কাটাখাল ও কোনাবনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ শনিবার সাতসকালে পৃথক দুই স্থান থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আগরতলার কাটাখালে রাকেশ দেব (১৯) এবং সিপাহিজলা জেলার কোনাবনে ইটভাট্টার পাশে জমিতে কেশব দাস (৩৮) নামের দুই ষুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ একই দিনে দুই জায়গায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ণ উঠছে৷


এদিন সকালে সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন কোনাবন এলাকায় ইটভাট্টার পাশে ধানের জমিতে স্থানীয় জনগণ কেশব দাসের মৃতদেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, কেশবের মৃতদেহ আজ ধানের জমিতে উদ্ধার হয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাকে গলা টিপে খুন করা হয়েছে৷


স্থানীয় জনগণের কাছ থেকে জানা গিয়েছে, কেশব দাসের নামে থানায় চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা নথিভুক্ত রয়েছে৷ গত ৪ নভেম্বর এক মহিলার হার ছিনতাইয়ের অপরাধে ছয় মাসের সাজা ভোগ করে জেল থেকে ছাড়া পেয়েছিল সে৷ এর পর তাকে কেউ পুরাখাল এলাকায় নিজ বাড়ি ফিরে যেতে দেখেননি৷ এলাকাবাসী বিভিন্ন সময় তাকে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতে দেখেছেন৷ কিন্তু, গতকাল থেকে তাকে এলাকায় কোথাও দেখা যায়নি বলে দাবি স্থানীয় জনগণের৷ আজ সকালে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷


এদিকে, আজই সকালে রাজধানী আগরতলাষ প্রগতি সুকল সংলগ্ণ কাটাখালে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ পশ্চিম আগরতলা থানায় খবর দেন৷ পুলিশ সাথে ডুবুরি এনে কাটাখাল থেকে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এই ঘটনায় পুলিশ মৃতদেহটি রাকেশ দেবের বলে শনাক্ত করে৷ তাকে খুন করা হয়েছে বলে মনে করছে না পুলিশ৷ কারণ, মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ণ পাওয়া যায়নি৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক চারদিন ধরে নিখোঁজ ছিলেন৷


এদিকে মৃতের পরিবারের বক্তব্য, রাকেশ মৃগী রোগী ছিলেন৷ তাই ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় হয়ত কাটাখালের জলে পড়ে যান তিনি৷ ফলে তার মৃত্যু হয়েছে৷ অবশ্য পুলিশ ওই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *