ইসলামাবাদ, ২৪ নভেম্বর (হি.স.) : বিগত ছয় বছরে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানে ৩৩ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ফ্রিডম নেটওয়ার্কের রিপোর্টে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2014/04/muder-photo.jpg)
ফ্রিডম নেটওয়ার্কের এই রিপোর্টকে সমর্থন করেছে পাকিস্তানের একাধিক সাংবাদিকদের সংগঠন। এই রিপোর্টে জানা গিয়েছে বিগত কয়েক বছরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৭১ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ৭৭ জনের চোট সামান্য ছিল। ১৮জনকে গ্রেফতার এবং ২৬জন সাংবাদিককে আটক করেছে সে দেশের পুলিশ। রিপোর্টার্স উইথআউট বডার্সের ওয়াল্ড ফ্রিডম ইনডেক্স ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী ১৪২ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিশ্চিয়ান পোস্টের তরফে মানজুর আহমেদ জানিয়েছেন, এই পরিসংখ্যান থেকে এটা প্রমাণিত যে সাংবাদিক এবং সাংবাদিকতা বেহাল অবস্থা পাকিস্তানে। সে দেশের সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রশাসনিক কাজে ছড়ি ঘোরানোর জন্যই যে এই অবস্থা, তা স্বীকার করে নিয়েছেন তিনি।