নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ রবিবার থেকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূনরায় বলি প্রথা চালু হচ্ছে৷ ত্রিপুরা হাইকোর্টের দেবালয়ে বলি প্রথা বন্ধের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে ফের ওই প্রথা রাজ্যে চালু হচ্ছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Udaipur-Matabari-glittering-ahead-of-Diwali-3.jpg)
রাজ্যে ত্রিপুরা হাইকোর্টের বলি নিষিদ্ধের রায়ে তীব্র পক্রিয়া দেখা গিয়েছিল৷ ওই আদেশের পক্ষে-বিপক্ষে মত প্রকাশিত হয়েছিল৷ ফলে, রাজ্য সরকার ওই রায় নিয়ে বিতর্কে না যাওয়ার বদলে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়৷ আইনজ্ঞ মহলের যুক্তি, একই ধরনের মামলা হিমাচল প্রদেশের সরকারও লড়ছে সুপ্রিম কোর্টে৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে রাজ্যে বলি নিষিদ্ধ হয়৷ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সহ আগরতলায় দুর্গবাড়ি এবং পুরাতন আগরতলায় চৌদ্দ দেবতার মন্দিরে বলি প্রথা বন্ধ হয়৷
ওই রায়ের ফলে, নবমী পূজোতে দূর্গাবাড়িতে মহিষ বলি হয়নি৷ তেমনি দীপাবলি এবং দেওয়ালির আগে অমাবশ্যায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বলি বন্ধ ছিল৷ আজ গোমতী জেলা শাসক বলি প্রথা নিষিদ্ধে ত্রিপুরা হাই কোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের অর্ডার কপি পেয়েছেন৷ সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন৷ ফলে, আগামীকাল রবিবার থেকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূনরায় চালু হচ্ছে বলি প্রথা৷ রীতি অনুযায়ী আগামী অমাবশ্যায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে একত্রে তিনটি বলি দিতে হবে৷ কারণ, মাঝে বলি প্রথায় বাধা পড়েছে৷ তাতে দুটি অমাবশ্যা এবং দীপাবলির বলি হয়নি৷