গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি-সহ পার্শ্ববর্তী রাজ্যের কয়েকটি অঞ্চল। বৃহস্পতিবার সন্ধ্যারাত ৭.৪১ মিনিটে অনুভূত হয় ভূমিকম্পের ঝটকা। সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ছিল ৪.৩। প্ৰায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্প। ভূমিকম্পে গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য জেলা-সহ মেঘালয় ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোনও জায়গা থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর এই খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/earth-quake-1024x768.jpg)
গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, আজকের ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি থেকে ৫৫ কিলোমিটার দূরে ভূগর্ভের ১৭.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, নাগাল্যান্ডেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর ৪.৭ প্ৰাবল্যে মৃদু ভূমকম্প কাঁপিয়ে গেছে অসম ও পার্শ্ববর্তী রাজ্যগুলিকে।