![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Amit-Shah.jpg)
লোহারদাগা, ২১ নভেম্বর (হি.স.) : কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য হতে দেয়নি কংগ্রেস। বৃহস্পতিবার লোহারদাগায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে এমনই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন অমিত শাহ জানিয়েছেন, পৃথক রাজ্যের দাবিতে ঝাড়খণ্ডবাসী দশকের পর দশক ধরে সংগ্রাম চালিয়েছিল। কয়েক হাজার যুবক শহিদ হয়েছিলেন। কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য হতে দেয়নি কংগ্রেস। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আত্মপ্রকাশ করে পৃথক ঝাড়খণ্ড রাজ্য। ২০১৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। গরিব শ্রমিকের সন্তান রঘুবর দাসকে মুখ্যমন্ত্রীর পদে বসায় বিজেপি। তাঁর নেতৃত্বে রাজ্যে বিপুল উন্নয়ন হয়েছে।
এদিন আধিবাসী অধ্যুষিত রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অমিত শাহ জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া আধিবাসী যোদ্ধাদের স্মরণে ২০০ কোটি টাকারও বেশি খরচ করে গড়ে তোলা হয়েছে সংগ্রহশালা। আদিবাসী শিশুদের লেখাপড়ার জন্য রাজ্যে গড়ে তোলা হয়েছে ৪৩৮ একলব্য স্কুল। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ জানিয়েছেন, ফের ক্ষমতায় এসে বিজেপি সরকারের প্রথম কাজ হবে অনগ্রসর শ্রেণী মানুষের সংরক্ষণের শতাংশের হার বাড়ানোর জন্য কমিটি গঠন করা।
রাজ্যে মাওবাদীদের দমন প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, মাওবাদী দমনে বিজেপি সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উন্নয়নের পথে রাজ্যকে নিয়ে আনা হয়েছে। সেই কারণেই ঝাড়খণ্ডের প্রতিটি কোণায় বিদ্যুত, পানীয় জল, গ্যাস সিলিন্ডার পৌঁছিয়ে গিয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনে শীঘ্রই সঙ্কল্প পত্র প্রকাশ করা হবে বিজেপির তরফে। ঝাড়খণ্ডের সামাজিক রচনায় অনগ্রসর শ্রেণীর অবদান অনেক। রাজ্যের জনসংখ্যার অনুপাত অনুযায়ী সংরক্ষণ পান না অনগ্রসর শ্রেণীর মানুষ। ডিস্ট্রিক মাইনিং ফান্ডের মাধ্যমে ৩২ হাজার কোটি টাকা আদিবাসী অঞ্চলের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। রঘুবর দাসের নেতৃত্বাধীন সরকার লোহারদাগায় ৩০৯ কোটি টাকা খরচ করে ৭৫০ কিলোমিটার রাস্তা বানিয়েছে। জেলায় ৩২ উপস্বাস্থ্য কেন্দ্র, ৫ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। ১৬০০-র বেশি গবাদি পশুবিতরণ করা হয়েছে।
দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ জানিয়েছেন, কংগ্রেস ৭০ বছর ধরে দেশ চালিয়েছে। কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। দীর্ঘ সময় দেশ শাসন করেও গরিবের ঘরে গ্যাস, বিদ্যুত, স্বাস্থ্য কার্ড, শৌচালয় পৌঁছিয়ে দিতে পারেনি। রাজ্যে রঘুবর দাসের সরকার গঠনের পরই উন্নয়নের ধারা শুরু হয়েছে।