নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ রাজধানীর জিবি বাজার এলাকায় বুধবার সকাল থেকে জবরদখলমুক্ত অভিযানে নেমেছে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স ৷ সরকারি জায়গা দখল করে যারা দোকান ঘর কিংবা বারান্দা তৈরি করেছিলেন সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে৷
রাজধানী আগরতলা শহর এলাকার সৌন্দার্যায়ন ও যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে৷ জিবি আইটিআই রোডে অভিযান চালায় পুর নিগমের টাক্সফোর্স বাহিনী৷ জবরদখলকারীদের আগাম নোটিশ পাঠিয়ে দোকানপাট সরকারি জায়গা থেকে সরিয়ে নিতে বলা হয়েছিল৷
মঙ্গলবার দু’বার সকাল ও বিকালে মাইক যোগে প্রচার করে শেষবারের মতো সতর্ক করা হয়৷ অনেকেই দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন৷ যারা সরিয়ে নেননি তাদের দোকানপাট ভেঙে সরিয়ে নিয়ে গেছে টাক্সফোর্স বাহিনী৷ তাতে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন৷