নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নিম্ন আদালতে পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থবর্ষে ত্রিপুরার জন্য ৮৪ কোটি ৩৫ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ মূলত, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত প্রকল্পের অধীন বিচার ব্যবস্থার স্বার্থে নিম্ন আদালতে পরিকাঠামো উন্নয়নে ওই অর্থবরাদ্দ করা হয়েছে বলে আজ সংসদে তারকাচিহ্ণবিহীন এক প্রশের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রী রবি শংকর প্রসাদ৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/524644-520920-rs-2000-notes-bundle-reuters.jpg)
এদিন সংসদে সাংসদ প্রতিমা ভৌমিক নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ অবশিষ্ট রয়েছে কিনা তারকাচিহ্ণ বিহীন প্রশে তা জানতে চেয়েছেন৷ ওই প্রশের জবাবে কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়েছেন, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত স্কিমের অধীন ত্রিপুরা, রাজস্থান এবং মহারাষ্ট্রের জন্য চলতি অর্থবছরে ৭১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তার মধ্যে গত ১৪ নভেম্বর পর্যন্ত ৭০২ কোটি ৮৬ লক্ষ টাকা রাজ্যগুলিকে প্রদান করা হয়েছে৷ বাকি ৭কোটি ১৪ লক্ষ টাকা ওই রাজ্যগুলির বদলে জম্মু ও কাশ্মীরকে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এদিন তিনি জানিয়েছেন, ত্রিপুরার নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে ৮৪ কোটি ৩৫ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে৷ এছাড়া রাজস্থানকে ২২৬ কোটি ৭২ লক্ষ ৫১ হাজার টাকা এবং মহারাষ্ট্রকে ৬৮০ কোটি ৮৩ লক্ষ ৮৬ হাজার টাকা ২০ নভেম্বর পর্যন্ত প্রদান করা হয়েছে৷
এদিন তিনি জানিয়েছেন, বিচার ব্যবস্থার স্বার্থে নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের৷ তবে, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত স্কিমের মাধ্যমেও রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সহায়তা করছে৷ তিনি বলেন, গত ৫ বছরে কোর্ট ভবন এবং জুডিশিয়াল অফিসারদের জন্য আবাসন নির্মাণে সন্তোষজনক উন্নতি হয়েছে৷
তিনি জানান, ২০১৪ সালে কোর্ট হল ছিল ১৫ হাজার ৮১৮টি, যা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১৯ হাজার ৪১৪টি৷ এদিকে, আবাসন ২০১৪ সালে ছিল ১০হাজার ২১১টি তা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১৭ হাজার ১০৩টি৷ তিনি জানান, কোর্ট হল এবং আবাসন দুটোই ২৩ হাজার ৫৬৬টি নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷