![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/12/BL02_SHARAD_PAWAR__3181035f.jpg)
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): আলোচ্য বিষয় নিয়ে জল্পনা ছিল প্রথম থেকেই| মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ধোঁয়াশার মধ্যেই বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সুপ্রিমো তথা সাংসদ শরদ পওয়ার| বুধবার দুপুরে সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শরদ পওয়ার| সূত্রের খবর, মহারাষ্ট্রে কৃষক ইস্যুতেই প্রধানমন্ত্রী ও শরদ পওয়ারের মধ্যে এদিন বৈঠক হয়েছে| কৃষক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে শরদ পওয়ার উল্লেখ করেছেন, দু’টি জেলা থেকে ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে| তবে, প্রবল বৃষ্টির কারণে মারাঠাওয়াড়া এবং বিদর্ভ-সহ মহারাষ্ট্রের অন্যত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এই সম্পর্কিত বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে|
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অব্যাহত রয়েছে ধোঁয়াশা| এনসিপি-র তরফে প্রথম থেকেই দাবি করা হয়েছিল, মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থা নিয়েই মোদী-পওয়ার আলোচনা হবে| তবে, মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি রাজনৈতিক মহল| মহারাষ্ট্রে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে| প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এনসিপি সুপ্রিমো লিখেছেন, ‘মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের বিষয়ে আপনার জরুরি হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়| অবিলম্বে ত্রাণ সরবরাহ এবং কৃষকদের দুরবস্থা কাটাতে আপনি পদক্ষেপ গ্রহণ করলে, আমি কৃতজ্ঞ হব|’