লতা মঙ্গেশকর এখন খুব ভালো আছেন, বিবৃতি পরিবারের

মুম্বই, ২১ নভেম্বর (হি.স.): কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এখন খুব ভালো আছেন| লতা-ভক্তদের বৃহস্পতিবার এই সুসংবাদ দিয়েছে কিংবদন্তি গায়িকার পরিবার| সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘লতাজি এখন খুব ভালো আছেন, এর থেকে বেশি আমরা মন্তব্য করতে পারি না| আমাদের গোপনীয়তাকে সম্মান করুন|’ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৯০ বছর বয়সি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর|

বৃহস্পতিবার সুরসম্রাজ্ঞীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, লতা দিদি এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন| দীর্ঘ সাত দশকেরও বেশি সময়ের কেরিয়ারে, ৩০,০০০-এরও বেশি গান গেয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর| ২০০১ সালে ভারতরত্ম সম্মানে ভূষিত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *