![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/justin-tredeau.jpg)
ওট্টাওয়া(কানাডা), ২১ নভেম্বর (হি.স.) : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন মন্ত্রিসভায় জায়গা পেল চার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। বুধবার শপথগ্রহণের পরে নিজের মন্ত্রিসভার নতুন ৩৬জন মন্ত্রীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ৩৬জনের মন্ত্রীদের তালিকায় রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ নবদীপ সিং বাইনস, হরজিত সিং সজ্জন, বারদ্বিশ ছাগর এবং অনিতা আনন্দ।
উল্লেখ করা যেতে পারে অনিতাই হচ্ছে প্রথম হিন্দু যিনি কনাডায় মন্ত্রিসভায় স্থান পেয়েছে। পাবলিক সার্ভিস এণ্ড প্রক্রিউরমেন্ট মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে পেশায় আইনজীবী ও চার সন্তানের মা অনিতাকে।
অন্যদিকে, দেশের বিজ্ঞান, শিল্প ও উদ্ভাবনমন্ত্রী করা হয়েছে নবদীপ সিং বাইনসকে। যুবমন্ত্রী হয়েছেন বারদ্বিশ ছাগরকে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বভার পেয়েছেন সজ্জন। বুধবার দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন বিদেশমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যাণ্ডের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডোর। পাশাপাশি বছর ৫১-র এই রাজনীতিবিদকে ইন্টারগর্ভমেন্টাল মন্ত্রকের দায়িত্বভারও দেওয়া হয়েছে। ৩৬জনের মন্ত্রিসভায় সাতজন হচ্ছেন নতুন মুখ।