![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Sanjay-Nirupam.jpg)
মুম্বই, ২১ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট কংগ্রেসকে কবরে নিয়ে যাবে বলে বৃহস্পতিবার দাবি করেছেন সঞ্জয় নিরুপম। বুধবারই মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে সমর্থন করার বিষয়ে সম্মত হয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্তে যে মোটেই খূশি নন এদিন নিজের ট্যুইটবার্তায় তা স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।
এদিন নিজের ট্যুইটবার্তায় সঞ্জয় নিরুপম দাবি করেছেন, কয়েক বছর আগে উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করে সরকার গড়ে ভুল করেছিল কংগ্রেস। সেই ভুল সিদ্ধান্তের নেতিবাচক পরিণাম থেকে কংগ্রেস আজও বেরিয়ে আসতে পারেনি। এবার মহারাষ্ট্রেও সেই ভুলে পুনরাবৃত্তি হতে চলেছে। শিবসেনা সরকারে তিন নম্বর স্থানে থাকা মানে রাজ্যে কবরে চলে যাবে কংগ্রেস। কোনও রকমের চাপের কাছে নতিস্বীকার করা উচিত নয় কংগ্রেস সভানেত্রীর।
বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দলের বিধায়কদের কাছে শীর্ষ নেতৃত্বের উপর শিবসেনাকে সমর্থন করার বিষয়ে কোনও রকমের চাপ না দেওয়ার আহ্বান করেন। পাশাপাশি তিনি দলের বিধায়কদের বিরোধী বেঞ্চে বসার আহ্বান করেন।
উল্লেখ করা যেতে পারে মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে সমর্থন করার বিষয়ে নিজের সম্মতি প্রকাশ বুধবার করেছিলেন কংগ্রেসের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধী।
সূত্রের খবর অনুযায়ী সোমবার এনসিপির বর্ষীয়ান নেতা শরদ পাওয়ায়ের সঙ্গে বৈঠকেই শিবসেনাকে সমর্থনের বিষয়ে রাজি হন ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বৈঠকে মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপির জোটে ন্যূনতম কর্মসূচি কি হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার গড়া নিয়ে আগামীদিনে রণকৌশল কি হবে, তা নিয়ে বৈঠকে বসবেন কংগ্রেস ও এনসিপির নেতারা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদ যে শিবসেনার দখলেই থাকবে বুধবার তা স্পষ্ট করে দেন শিবসেনা নেতা আবদুল সাত্তার। এদিন ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১৪৫টি আসন। শিবসেনার ৫৬, এনসিপি ৫৪, কংগ্রেস ৪৪ জন বিধায়ক মিলিয়ে জোটের হাতে রয়েছে ১৫৪ জন বিধায়ক। সরকার বানাতে এই সংখ্যাটা যথেষ্ট।
এদিকে এদিন কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট করে সরকার গড়ার জন্য দলের অন্দরেই ১৭জন বিধায়কদের বিদ্রোহের মুখে পড়েছেন উদ্ধব ঠাকরে।