জম্মু ও কাশ্মীরে সমস্ত স্কুল ও কলেজ খুলেছে, পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ : সরকার

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক| জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই খুলে গিয়েছে সমস্ত স্কুল ও কলেজ| পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ| বুধবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার| রাজ্যসভায় লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি মন্ত্রী জি কিশান রেড্ডি জানিয়েছেন, ‘কাশ্মীর উপত্যকা-সহ গোটা জম্মু ও কাশ্মীরজুড়ে খুলে গিয়েছে সমস্ত স্কুল ও কলেজ, এই তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীর সরকার| দশম ও দ্বাদশ শ্রেণিতে এখন পরীক্ষা চলছে, পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ|’

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে, শুধুমাত্র ৬০৯ জন জেলবন্দি রয়েছেন| বাকিদের মুক্তি দেওয়া হয়েছে| ৫ আগস্ট প্রতিরোধমূলকভাবে পাথর-নিক্ষেপকারী, বিচ্ছিন্নতাবাদী এবং কয়েকজন রাজনৈতিক নেতা-সহ মোট ৫,১৬১ জনকে গ্রেফতার করা হয়েছিল|’ জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘দেশের স্বার্থে যথাসময়ে কিছু ব্যবস্থা নিতে হবে| জরুরি অবস্থার সময় একজনের চেয়ার বাঁচাতে ৩৬ জন সাংসদকে গ্রেফতার করা হয়েছিল, আমরা আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই কাজ করছি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *