নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৯ নভেম্বর৷৷ পৃথক দুই যান দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি৷ আহত ব্যক্তিরা হলেন তুলাশিখরের মিন্টু দেববর্মা(২৮) এবং খোয়াই লালছড়া এলাকার অভিজিৎ রায়(৫২), প্রথম দুর্ঘটনাটি ঘটে তুলাশিখরের বৃন্দাবন ঘাটে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
তুলাশিখরের বাসিন্দা চন্দ্রনাথ দেববর্মার ছেলে মিন্টু দেববর্মা বাইক চালিয়ে চেবরী বাজরের দিকে আসছিল বৃন্দাবনঘাট আসতেই মিন্টু নিয়ন্ত্রণ হাড়িয়ে বাইক থেকে ছিটকে পড়ে৷ তাতে গুরুতর আহত হয় সে৷ এলকার লোকজন তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷
সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিকেল ৫টা নাগাদ৷ শিক্ষম অভিজিৎ বাবু সুকল থেকে বাইক নিয়ে মুঙ্গিয়াকামী থেকে খোয়াই ফিলছিলেন৷ রামচন্দ্রঘাট বাজারে কাছে আসতেই পিছন দিক থেকে আসা একটি ম্যাক্স গাড়ি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে ঐ শিক্ষক আহত হন৷ তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়৷ তাকেও জিবিতে স্থানান্তর করা হয়েছে৷