ছেলে না হওয়ায় স্ত্রীকে তিন-তালাক, হায়দরাবাদে স্বামীর শাস্তি চাইছেন স্ত্রী

হায়দরাবাদ, ১৯ নভেম্বর (হি.স.): তাত্ক্ষণিক তিন-তালাক এখন আইনত শাস্তিযোগ্য অপরাধ| স্ত্রীকে তিন-তালাক দিলেই আইন অনুযায়ী শাস্তি হবে অভিযুক্ত স্বামীর| কিন্তু, তাতে অনেকেরই বিশেষ কোনও হেলদোল নেই ফের একবার প্রমাণ মিলল তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে| মঙ্গলবার হায়দরাবাদে প্রকাশ্যে এল তিন-তালাকের ঘটনা| শুধুমাত্র তিন-তালাকই নয়, স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিতে না পারায় অপর একজন মহিলার সঙ্গে বিয়ে করেছেন অভিযুক্ত স্বামী| অসহায় ওই মহিলা এখন স্বামীর উপযুক্ত শাস্তি চাইছেন| অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে|

মেহরাজ বেগম, অসহায় ওই মহিলা জানিয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিতে পারিনি আমি, তাই আমাকে তিন-তালাক দিয়ে অন্য একজন মহিলার সঙ্গে বিয়ে করেছেন স্বামী| আশা করছি আমাকে ন্যায়বিচার দেওয়া হবে এবং আমার স্বামীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে| পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *