মহিলাকে গুলি, ধৃত আরও এক যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ বাড়িতে ঢুকে মহিলা গুলি করার ঘটনায় পশ্চিম আগরতলা থানার পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে৷ তাকে আজ আদালতে সোপর্দ করে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়েছিল৷ আদালত ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷


সরকারি আইনজীবী জানিয়েছেন, শহরতলীর ভুবনবনে শিবানী সরকারকে বাড়ি ঢুকে গুলি করার ঘটনায় পুলিশ গত ১৭ নভেম্বর সমীর বণিককে গ্রেপ্তার করেছিল৷ তার ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল৷ আদালত ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল৷ তিনি জানান, আজ ভোরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে রামনগর রোড নম্বর ৪ থেকে সমীর ভট্টাচার্যীকে গ্রেপ্তার করেছে৷ সরকারি আইনজীবীর কথায়, ওই মহিলার মোবাইলের এসএমএস থেকে তাকে পুলিশ সন্দেহ করছে৷ কারণ, ওই মহিলার মোবাইলে সমীর ভট্টাচার্যের পাঠানো কিছু এসএমএম অপরাধমূলক বলে পুলিশ দাবি করেছে৷ তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি জানান, পুলিশ আজ সমীর ভট্টাচার্যীকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজধানীর নতুননগর কো-অপারেটিভ সংলগ্ণ এলাকায় দুসৃকতিকারীরা এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে আগ্ণেয়াস্ত্র থেকে গুলি চালায়৷ তাতে গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলার নাম শিবানী সরকার ওরফে উমা সরকার৷ তার স্বামী রাজস্থানে নির্মাণ কাজে নিয়োজিত থাকায় সে একাই বাড়িতে থাকে৷ তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে৷ ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে৷ খবর পেয়ে রামনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি কার্তুজের খোল উদ্ধার করে৷ পুলিশ এখনো ঘটনার প্রকৃত রহস্য ভেদ করতে পারেনি৷ তবে, আরো একজনকে জালে তুলতে পেরে তদন্তে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *