সিয়াচেনে তুষার-ধসে মৃত্যু ৪ জন সেনা জওয়ান-সহ ৬ জনের, ব্যথিত প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সিয়াচেন হিমবাহে তুষার-ধসের জেরে বরফের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ৪ জন জওয়ান-সহ মোট ৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন পোর্টার। বরফের নীচে চাপা পড়ে ৪ জন সেনা জওয়ান এবং দু’জন পোর্টারের অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যথিত রাজনাথ সিং শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘সিয়াচেনে তুষার-ধসে সেনা জওয়ান এবং পোর্টারের মৃত্যুতে ব্যথিত। তাঁদের সাহসিকতার জন্য স্যালুট জানাচ্ছি। পরিবারের প্রতি হৃদয় বিদারক সমবেদনা।’

তুষার-ধসের পর সোমবার বিকেলে সিয়াচেন হিমবাহে আটকে পড়ে ভারতীয় সেনার একটি দল। বিকেল সাড়ে তিনটে নাগাদ সিয়াচেন হিমবাহের উত্তর প্রান্তে ধস নামে। প্রায় ১৯০০০ ফুট উচ্চতায় জওয়ানদের টহলদারি দল মোতায়েন ছিল। তাঁদেরই বেশ কয়েকজন আটকে পড়েন হঠাৎ ধস নামায়। আটকে পড়া জওয়ানদের উদ্ধার করা হলেও ৪ জন জওয়ান এবং দু’জন পোর্টারকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বরফের নীচ থেকে ৮ জনকেই উদ্ধার করা হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে হেলিকপ্টারে উদ্ধার করে নিকটবর্তী মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রবল ঠাণ্ডার কারণে ৪ জন জওয়ান এবং দু’জন পোর্টারের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *