পরপর ছ’দিন মহার্ঘ্য পেট্রোল, খানিকটা বাড়ল ডিজেলের দামও

কলকাতা ও নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ফের বাড়ল পেট্রোলের দাম| মহার্ঘ্য হল ডিজেলও| এই নিয়ে পরপর ছ’দিন দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-চারটি মেট্রো সিটিতে দামি হয়েছে পেট্রোল| মঙ্গলবার দাম বেড়েছে ডিজেলেরও| মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি ০.১৫ পয়সা, কলকাতায় ০.১৫ পয়সা, মুম্বইয়ে ০.১৫ পয়সা এবং চেন্নাইয়ে ০.১৬ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম| উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে ০.০৫ পয়সা|

দাম বাড়ার পর দিল্লিতে মঙ্গলবার পেট্রোল বিক্রি হয়েছে ৭৪.২০ টাকা প্রতি লিটার দরে, কলকাতায় ৭৬.৮৯ টাকা, মুম্বইয়ে ৭৯.৮৬ টাকা এবং চেন্নাইয়ে ৭৭.১৩ টাকা| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেল বিক্রি হয়েছে-৬৫.৮৪ টাকা (দিল্লি), ৬৮.২৫ টাকা (কলকাতা), ৬৯.০৬ টাকা (মুম্বই) এবং চেন্নাইয়ে ৬৯.৫৯ টাকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *