বাইসাইকেল পাচার ঘিরে দয়ালানন্দ সুকলে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ দ্বাদশ শেণি বিদ্যালয়ে অভ্যন্তরীন বিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে৷ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সুকল চত্বরে শিক্ষার পরিবেশ কলুষিত করে তুলেছেন৷ ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


রাজধানী আগরতলা শহর এলাকার স্বামী দয়ালানন্দ সুকলে দুর্নীতির অভিযোগ কোন বিষয় নয়৷ বিদ্যালয় থেকে জাল সার্টিফিকেট প্রদানের গুরুতর অভিযোগ করেছেন সুকলেরই করণিক রণেন্দ্র কুমার ধর৷ এনিয়ে অনেক জল ঘোলা হয়েছে৷ এ যাত্রায় করণিক রনেন্দ্র কুমার ধরের বিরুদ্ধে ছাত্রীদের জন্য সরকারি প্রকল্পে মজুত রাখা বাইসাইকেল পাচারের অভিযোগ এনেছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিত৷


বিষয়টিকে কেন্দ্র করে সুকল চত্বরে রীতিমতো তুলকালাম কাণ্ড সংগঠিত হয়েছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কোন ধরনের অনুমতি না নিয়েই ছাত্রীদের জন্য মজুত বাই সাইকেল পাচার করে দিয়েছে করণিক৷ এনিয়ে উভয় পক্ষের মধ্য তুমূল বাক বিতণ্ডা হয় প্রকাশ্যেই৷ বিদ্যালয়ের করণিকের দাবি প্রধান শিক্ষিকার মৌখিক নির্দেশেই এক ছাত্রীকে বাই সাইকেল প্রদান করেছেন তিনি৷ এখন তিনি তা অস্বীকার করে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করণিক ররেন্দ্র কুমার ধরের৷

করণিকের দাবি পুরোপুরি খারিজ করে দিয়ে প্রধান শিক্ষিকা বলেন বাইসাইকেল প্রদানের কোন ধরনের নির্দেশ দেয়নি তিনি৷ অভিযোগ পাল্টা অভিযোগে মঙ্গলবার সুকল চত্বরের পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে৷ স্বামী দয়ালানন্দ সুকলের এহেন কার্যকলাপ ঘিরে ছাত্র ছাত্রী ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *