দিল্লির আকাশ পরিষ্কার, জোড়-বিজোড় নীতির আর প্রয়োজন নেই : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা ও দূষণ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে রাজধানী দিল্লি| রাজধানীর আকাশ ফের পরিষ্কার হয়ে উঠেছে| তাই দিল্লির রাস্তায় জোড়-বিজোড় পরিবহণ নীতির আর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| জোড়-বিজোড় নীতি নিয়ে সোমবারই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল দিল্লি সরকারের| সেই মতো এদিন সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|

সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, ‘আকাশ এখন পরিষ্কার, তাই জোড়-বিজোড় পরিবহণ নীতির আর কোনও প্রয়োজন নেই|’ ট্যাপ জলের গুণমানের ক্ষেত্রে দিল্লির স্থান এখন তলানিতে, এ প্রসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, ‘১১টি নমুনার উপর ভিত্তি করে কোনও শহরের জলের গুণমানকে বিচার করা যায় না| তাছাড়া কোথা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা জানাননি রামবিলাস পাসোয়ানজি| দিল্লির প্রতিটি ওয়ার্ড থেকে আমি পাঁচটি নমুনা সংগ্রহ করব, সেই সমস্ত নমুনা সংগ্রহ করা হবে এবং জনসমক্ষে তথ্য জানানো হবে|’

প্রসঙ্গত, বায়ুদূষণ থেকে মুক্তি পেতে গত ৪ নভেম্বর থেকে দিল্লির রাস্তায় চালু হয়েছিল জোড়-বিজোড় পরিবহণ নীতি| ৪ নভেম্বর থেকে চালু হওয়া জোড়-বিজোড় পরিবহণ নীতি গত ১৫ নভেম্বর সমাপ্ত হয়| ধীরে ধীরে দিল্লির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, জোড়-বিজোড় নীতির আর কোনও প্রয়োজনীয়তা নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *