নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাফাল নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি যুবমোর্চা আগরতলায় কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেছে৷ এর প্রতিবাদে কংগ্রেস আজ সন্ধ্যার পর পোস্ট অফিস চৌমুহনিতে রাস্তা অবরোধ করেছে৷ পশ্চিম আগরতলা থানার সামনে বিনা অনুমতিতে বিজেপি যুব মোর্চা কীভাবে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেছে, প্রশ্ণ তুলে এ জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলে কংগ্রেস দাবি জানিয়েছে৷ পুলিশ স্বীকার করেছে, বিজেপি যুবমোর্চাকে কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করার অনুমতি দেওয়া হয়নি৷ তাই বিজেপি যুবমোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়, সাধারণ সম্পাদক ভিকি প্রসাদ এবং সহ সভাপতি জয়নাল দাসের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছে৷ পুলিশ কংগ্রেস কর্মীদের আশ্বস্ত করেছে, ওই তিনজনকে গ্রেফতার করা হবে৷ এর পরই কংগ্রেস রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/9999999999.jpg)
শনিবার ত্রিপুরা বিজেপি যুবমোর্চা লোকসভা নির্বাচনের আগে রাফাল নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মিথ্যাচারের অভিযোগে বিক্ষোভ মিছিল বের করেছে৷ প্রচুর যুবকর্মী ওই মিছিলে পা মিলিয়েছেন৷ মিছিলটি আগরতলায় পোস্ট অফিস চৌমুহনিস্থিত কংগ্রেস ভবনের সামনে এসে যুবকর্মীরা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেছেন৷
এ-বিষয়ে যুবমোর্চা সভাপতি টিঙ্কু রায় বলেন, দুর্নীতি এবং কেলেঙ্কারিতে নিমজ্জিত নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফাল নিয়ে মিথ্যাচার করেছে৷ সুপ্রিমকোর্টের রায়ে তা প্রমাণিত হয়েছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, ইউপিএ আমলের ৬০ মাসে ৬০ জন মন্ত্রী জেলে গেছেন৷ এখন তাঁরাই স্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন৷ তিনি বলেন, রাহুল গান্ধীর মিথ্যাচারের বিরুদ্ধে আজ তাঁর কুশপুত্তলিকা কংগ্রেস ভবনের সামনে দাহ করা হয়েছে৷
আজকের ঘটনায় তেলেবেগুনে জ্বলে ওঠেন কংগ্রেস কর্মীরা৷ তাঁরা পশ্চিম আগরতলা থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ কংগ্রেসের এক প্রতিনিধি দল পুলিশের সাথে কথা বলতে থানার ভেতরে যান৷ পুলিশের সাথে কথোপকথনে প্রাক্তন বিধায়ক গোপাল রায় পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাসের কাছে জানতে চান, আপনার বাড়ির সামনে আপনার অভিভাবকের কুশপুত্তলিকা দাহ করা, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? গোপালবাবু দাবি জানান, ওই ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে৷ নইলে তাঁরা রাস্তা অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন৷ কিন্তু পুলিশ তাঁদের কোনও প্রতিশ্রুতি না দেওয়ায় কংগ্রেস কর্মীরা পশ্চিম আগরতলা থানার সামনে সমস্ত রাস্তা অবরোধ করে বসেন৷ এতে ভর সন্ধ্যায় আগরতলা শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রথমে পশ্চিম থানার দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়৷
এদিকে, পুলিশ অবরোধকারীদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করে৷ কিন্তু কংগ্রেস কর্মীরা তাঁদের দাবিতে অনড় থাকেন৷ শেষে যুবমোর্চার সভাপতি টিঙ্কু রায়, ভিকি প্রসাদ এবং জয়নাল দাসের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছে এবং তাদের গ্রেফার করার প্রতিশ্রুতি দিয়েছে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে কংগ্রেস রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়৷
এদিন পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ মিহিরলাল দাস জানান, যুব মোর্চাকে কংগ্রেস ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করার মতো কান্ড ঘটানোর অনুমতি দেওয়া হয়নি৷ তাঁরা বিনা অনুমতিতে কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে আইন ভঙ্গ করেছেন৷ তাই, কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে৷ তিনি জানান, বিজেপি যুব মোর্চা প্রদেশ সভাপতি টিঙ্কু রায়, সাধারণ সম্পাদক ভিকি প্রসাদ এবং সহ সভাপতি জয়নাল দাসের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷