হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন জাস্টিস অকিল কুরেশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস অকিল কুরেশি৷ রাজ্যপাল রমেশ বাইস তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন৷ পুরাতন রাজভবনের দরবার হল-এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শনিবার সকাল এগারোটায় জাস্টিস অকিল কুরেশি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন৷


শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ, আসাম রাইফেলস-এর পদাধিকারীরা৷


ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস কুরেশি আজ শপথ নিলেন৷ তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাস্টিস কুরেশি৷ আজ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পরিবারের সদস্য-সহ মোট ৩৬ জন ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে ৮ জন বোম্বে এবং গুজরাট হাইকোর্টের বিচারপতি৷ এদিন তিনি শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য অতিথিদের সাথে সৌজন্য বিনিময় করেন৷


হাইকোর্টে তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে যান তিনি৷ সেখানে নিজের অফিস কক্ষ ঘুরে দেখেন৷ আগামী সোমবার সকাল দশটায় তাঁকে ত্রিপুরা হাইকোর্টে গার্ড অব অনার দেওয়া হবে৷ ওইদিন থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *