নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷৷ প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্রীয় কারাগারে শনিবার রাতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন৷ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়৷ রাতেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/IMG-20191116-WA0058-1024x768.jpg)
এনসিসি থানার পুলিশও খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে৷ ট্রমা সেন্টারে তার চিকিৎসা শুরু হয়েছিল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা৷ খবর পেয়ে বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস সহ বাদল চৌধুরীর আইনজীবীরা জিবি হাসপাতালে ছুটে যান৷
জানা গেছে, তাঁকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে বাদল চৌধুরীর পাশে তাঁর স্ত্রী নমিতা গোপ রয়েছেন৷