এডিসির শক্তি বাড়াতে সংসদে সংবিধান সংশোধনের চিন্তাভাবনা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷৷ এডিসিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সংসদের শীতকালিন অধিবেশনে সংবিধান সংশোধনের চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার৷ তাই, রাজ্যের মুখ্যসচিবের কাছে মতামত জানতে চেয়েছে কেন্দ্র৷ সূত্রের খবর, গত ২১ অক্টোবর কেন্দ্রীয় সরকার এডিসিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে মতামত জানতে চেয়েছে৷ এদিকে বিধায়ক দীবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং বিধায়ক সম্ভুলাল চাকমা এডিসিকে শক্তিশালী করার প্রশ্ণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে মতামত পেশ করেছে৷ শুধু তাই নয়, বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও আলোচনার অনুরোধ জানিয়েছেন তারা৷ এদিকে, আইনমন্ত্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ওই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য অনুরোধ জানিয়েছেন৷


কেন্দ্রীয় সরকার আসন্ন সংসদের শীতলকালিন অধিবেশনে সংবিধানের ১২৫তম সংশোধনী বিল পেশ করতে চাইছে৷ কারণ, এডিসিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়েই ভাবছে কেন্দ্রীয় সরকার৷ মূলত, রাজ্যের জনজাতি অংশের মানুষের জীবন জীবিকার মানোন্নয়নে এডিসিকে আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ তাই রাজ্যের মুখ্যসচিবকে গত ২১ অক্টোবর এক চিঠি পাঠিয়ে একাধিক প্রশ্ণের ভিত্তিতে মতামত জানতে চেয়েছে৷


কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্য সচিবকে ১৫টি প্রশ্ণের ভিত্তিতে মতামত জানাতে বলেছে৷ কেন্দ্রীয় সরকার জানতে চেয়েছে, ষষ্ঠ তপশিলী মোতাবেক এডিসি সত্যিই কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তুলনায় কম শক্তিশালী৷ যদি তাই হয়ে থাকে, এডিসিকে কিভাবে সংবিধান সংশোধনের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব তা জানানো হোক৷ কেন্দ্রীয় সরকার এডিসিকে বরাদ্দ অর্থের ধরনে কোথায় তফাৎ রয়েছে তা জানতে চেয়েছে৷ কেন্দ্র আরো জানতে চেয়েছে, এডিসিতে আসন বৃদ্ধির কি পদ্ধতি রয়েছে৷ যদি আসন বৃদ্ধি করা হয় তাহলে উৎসের যোগার কিভাবে হবে তাও জানাতে বলা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার এডিসিতে সংবিধান সংশোধনের ফলে দল বিরোধী আইনের ব্যবহার কিভাবে করা হবে তা জানতে চেয়েছে৷ এদিকে, জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্ববিস্তারে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার৷ বর্তমান পদ্ধতিতে কোথায় ফারাক রয়েছে তাও জানাতে বলা হয়েছে৷


এমনই মোট ১৫টি প্রশ্ণের ভিত্তিতে মতামত রাজ্য সরকার দিলেই তবেই সংবিধান সংশোধনী বিল নিয়ে পর্যালোচনা করে সংসদে ওই বিলটি আনবে কেন্দ্রীয় সরকার৷ এদিকে, ৬ জন বিধায়ক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এডিসি’র অধিক ক্ষমতায়নের জন্য চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন৷ তাঁরা জনজাতি কল্যাণে মুখ্যমন্ত্রীর কাছে মতামত পেশ করেছেন৷ ওই মতামত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *