নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ দিন দুপুরে এক যুবককে মারধর করে টাকা ছিনতাই৷ টাকা তুলে ব্যাংক থেকে বের হবার পর এক যুবককে মারধর করে নগদ ১৩ হাজার টাকা ছিনতাই করে দুই দুষৃকতী৷ ঘটনা শুক্রবার দুপুর নাগাদ চুড়াইবাড়ি স্টেট ব্যাঙ্কের সামনে৷ এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য৷ ঘটনার বিবরণে প্রকাশ,উত্তরের কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগরের বাসিন্দা ময়নূল হক (২৫)পিতা মৃত ইলাচ আলী৷ মইনুল হক কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
গত ১৩ নভেম্বর ব্যাঙ্গালোর থেকে কুর্তি মধ্য রাজনগর স্থিত নিজ বাড়িতে এসেছিলো৷ আর আজ মইনুল হকের কিছু টাকার প্রয়োজন পড়াতে চুড়াইবাড়ি স্টেট ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের সামনে আসার পর দুজন দুষৃকতী তাকে ডাক দিয়ে তাদের কাছে নিয়ে যায়৷ তারপর কাঠের রুল দিয়ে মইনুল হকের মাথায় আঘাত করলে মাথাতে থাকা বাইকের হেলমেট ফেটে মাথাতে আঘাত লাগে৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই সুযোগে দুই দুষৃকতী মিলে এলোপাথাড়ি মারধর করে ব্যাংক থেকে তুলা ১৩ হাজার টাকা নিয়ে যায়৷ গুরুতরভাবে আহত মইনুল হক আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে তারপর চুড়াইবাড়ি থানায় দুই দুষৃকতীর নামে মামলা করা হয়৷
অভিযুক্ত দুই দুষৃকতিকারীদের নাম ইকবাল বাহার চৌধুরী (২৭) পিতা আবুল হোসেন চৌধুরী ও ছূলেমান চৌধুরী পিতা অজ্ঞাত৷পুলিশ তদন্ত শুরু করেছে তবে পূর্বের কোন শত্রুতার জেরে হয়তো এই কাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ পাশাপাশি মইনুল হক যখন ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের সামনে বের হয়েছিল আর তার উপর আক্রমণ হয়েছিল তখন স্টেট ব্যাংকের কিছু কর্মচারী সেটি প্রত্যক্ষ করেছেন বলেও জানা গেছে৷ কিন্তু পুলিশ ও সংবাদমাধ্যমের সামনে ব্যাংক কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যায়নি৷ বরং চুরাইবারি স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মুখে কুলুপ এঁটে বসে থাকেন৷ তবে ব্যাংকের সামনে থেকে এভাবে দিন দুপুরে মারধোর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি ন্যায় বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দারস্থ গুরুতরভাবে আহত মইনুল হক নামের যুবক৷ এখন দেখার বিষয় চুরাইবারি থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে?