জেল হেফাজতে বাদল চৌধুরী, সুনীল ভৌমিক এবং যশপাল সিংহের আগাম জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ সর্ববৃহৎ কেলেঙ্কারি পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে দায়রা আদালত৷ এদিকে, ওই ঘোটালায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক এবং পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংহের আগাম জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷


প্রসঙ্গত, পূর্ত ঘোটালায় প্রধান অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী সিপিআইএম-এর উপনেতা বাদল চৌধুরীকে গত ১১ নভেম্বর আদালতে তোলা হলে তাঁকে ৪ দিনের পুলিশ রিমান্ড এবং ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দায়রা আদালতের বিচারক৷ তবে পুলিশ রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত৷ ওই শর্ত পূরণ করা সম্ভব না হলে তাঁকে কেন্দ্রীয় সংশোধনাগারেই আলাদা ঘরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল পুলিশকে৷ এদিকে, অপর অভিযুক্ত প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককেও আদালত ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল দায়রা আদালত৷


ওইদিন আদালত শর্তাধীন বাদল চৌধুরীকে চারদিনের পুলিশ রিমান্ড এবং রিমান্ড শেষে ২২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল৷ আদালতের রায়ে বলা হয়েছিল, বাদল চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা মাথায় রেখে তাঁকে কোনও লকআপে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে না৷ পুলিশ রিমান্ডে থাকাকালীন তাঁকে অন্য কোনও স্থান কিংবা নির্দিষ্ট একটি ঘর যেখানে আলো-বাতাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তাকে বিছানা ও পর্যাপ্ত পানীয় জল ও খাবারের সুবিধা বন্দোবস্ত করতে হবে৷ পাশাপাশি, তাঁকে যেখানে রাখা হবে তার কাছাকাছি স্থানে শৌচালয় থাকতে হবে৷ যাতে তাঁকে শৌচালয়ে যাওয়ার জন্য বেশি হাঁটতে না হয়৷ আদালত আরও নির্দেশ দিয়েছে পুলিশ রিমান্ড ও জেল হাজতে থাকাকালীন বাদল চৌধুরীকে প্রতিদিন চিকিৎসককে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে৷ এছাড়া তাঁকে সুস্থ রাখার সমস্ত ব্যবস্থা করার জন্যও আদালত নির্দেশ দিয়েছে৷


আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছে পুলিশ৷ ফলে, বাদল চৌধুরীকে পুলিশ হেপাজতে নিয়েছিল পুলিশ৷ তাঁকে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় দ্বিতলে একটি আলাদা ঘরে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ চার দিনের পুলিশ রিমান্ড শেষে আজ বাদল চৌধুরীকে পুনরায় আদালতে সোপর্দ করে পুলিশ৷ আদালতে তাঁর আরও সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, আদালত ওই আবেদন মঞ্জুর করেনি৷ আদালত বাদল চৌধুরীকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ এ-বিষয়ে সরকারি কৌশলী বলেন, আদালত বাদল চৌধুরীকে জেল হেফাজতে পাঠালেও প্রতিদিন জেলে গিয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে৷ তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে বাদল চৌধুরী সহযোগিতা করছেন না৷ তাই, পুলিশ আদালতে তাঁর রিমান্ডের আবেদন জানিয়েছিল৷


সরকারি আইনজীবী এদিন আরো জানান, পূর্ত ঘোটালায় অন্যতম অভিযুক্ত সুনীল ভৌমিক এবং যশপাল সিংহের আগাম জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ তিনি জানান, এই মুহূর্তে পুলিশের একটি দল দিল্লিতে অবস্থান করছেন৷ যশপাল সিংকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *