বিজেপিতে যোগদান কর্ণাটকের ১৫ জন বিদ্রোহী বিধায়কের, উপ-নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ

বেঙ্গালুরু, ১৪ নভেম্বর (হি.স.): জল্পনার অবসান হয়েছিল বুধবারই| বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা ঘোষণা করেছিলেন, কর্ণাটকের বিদ্রোহী বিধায়করা বিজেপিতে যোগ দেবেন| ইয়েদুরাপ্পার ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিলেন কংগ্রেস ও জেডিএস-এর বরখাস্ত বিদ্রোহী বিধায়করা| তবে, ১৭ জন বরখাস্ত বিধায়ক নন, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন ১৫ জন বিদ্রোহী বিধায়ক|

বিজেপিতে যোগদান করার পর এদিনই আসন্ন কর্ণাটক উপ-নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি| প্রার্থী তালিকায় মোট ১৩ জন প্রার্থীর নাম রয়েছে| এই ১৩ জন বিজেপি প্রার্থী হলেন, মহেশ কুমাতাল্লি (আথানি), শ্রীমন্থগৌড়া পাটিল (কাগওয়াড়), রমেশ জারাকিহোলি (গোকাক), শিবরাম হেব্বার (ইয়েল্লাপুর), বি সি পাটিল (হিরেকেরুর), আনন্দ সিং (বিজয়নগর), কে সুধাকর (চিক্কাবল্লাপুর), বি বাসভরাজ (কে আর পুরা), এস টি সোমশেখর (যশবন্তপুর), কে গোপালাইয়া (মহালক্ষ্মী লেআউট), এম টি বি নাগরাজ (হোসাকোটে), কে সি নারায়ণগৌড়া (কৃষ্ণারাজপেট) এবং এইচ বিশ্বনাথ (হুনসুর)|

এদিন জনতা দল (সেক্যুলার)-ও বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে| বিধানসভা উপ-নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় ১৫ জনের মধ্যে ১০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে জনতা দল (সেক্যুলার)-এর পক্ষ থেকে| চিক্কাবল্লাপুর আসনে প্রার্থী করা হয়েছে কে পি বাচেগৌড়াকে, বিজয়নগরের জেডিএস প্রার্থী হলেন এন এম নবি এবং ইয়েল্লাপুরের জেডিএস প্রার্থী চৈত্রা গৌড়া| প্রসঙ্গত, গত জুলাই মাসে কর্ণাটকের তত্কালীন কংগ্রেস-জেডিএস জোট সরকারের ১৭ জন বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিয়েছিলেন তত্কালীন স্পিকার কে আর রমেশ কুমার| এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বরখাস্ত বিধায়করা| কিন্তু, শেষ পর্যন্ত স্পিকারের সিদ্ধান্তই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি ওই বিধায়কদের স্বস্তি দিয়ে তাঁদের আসন্ন বিধানসভা উপ-নির্বাচনে লড়ার ছাড়পত্র দিয়েছে শীর্ষ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *